Learn it.Share it.

১।পাইথন - ডাউনলোড ও ইন্সটল

5:48 PM 0 Comments

                     

পাইথন শেখার জন্য সবার প্রথমে পাইথন সফটওয়্যার ডাউনলোড করতে হবে 'www.python.org'
থেকে।

 গুগল ব্রাউজার এ গিয়ে 'python.org' লিখে সার্চ দিলে সবার প্রথমেই 'python.org' চলে আসবে।


গুগল ব্রাউজার


 এখান থেকে সরাসরি পাইথনের ওয়েবসাইটে চলে যাওয়া যাবে।


 মেনুবার থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে সরাসরি ডাউনলোড পেইজ চলে আসবে ।


পাইথন ওয়েবসাইট




                                  এটি ডাউনলোড পেইজ।


ডাউনলোড পেইজ



এখান থেকে পাইথন 3.4 ডাউনলোড করতে হবে। চাইলে পাইথন 2.7 বা দুটিই ডাউনলোড করা যায়।কেউ লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকলে সেই ভার্সনের পাইথন ডাউনলোড করতে হবে। হলুদ রঙের " Download Python 3.4.3" বক্সে ক্লিক করতে হবে


                                   ডাউনলোড ফাইল চলে আসবে।


ডাউনলোড সফটওয়্যার


সেভ বাটনে ক্লিক করে পাইথন ডাউনলোড করতে হবে (কোন কোন ব্রাউজারে সেভ অপশন নাও থাকতে পারে। সরাসরি ডাউনলোড হয়ে যাবে)।

 কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার থেকে পাইথনের 'msi' সফটওয়্যার খুঁজে বের করতে হবে।



কম্পিউটারের ডাউনলোড ফোল্ডার


python-3.4.3.msi সফটওয়্যারে ডাবল ক্লিক করলে পাইথন রান করতে চাই কিনা জানতে চেয়ে একটি পপ-আপ বক্স আসবে।




   
                                রানে ক্লিক করলে ইন্সটল প্রক্রিয়া শুরু হবে।




                                  "Install for all users" নির্বাচন করতে হবে।  তারপর "Next" ।




       
              চাইলে ডিরেক্টরি পরিবর্তন করা যায়। তবে যা আছে তা রাখাই ভাল, মানে সি ড্রাইভে।
              আবার "Next" এ ক্লিক করতে হবে । 




কোন ফিচার পরিবর্তন বা অন্তর্ভুক্ত করতে চাই কিনা জানতে চাইবে।যা আছে তাই রাখতে হবে । আবার "Next" ক্লিক করতে হবে ।




                                               পাইথন ইন্সটল হওয়া শুরু হবে।

এর মাঝখানে কোন পপ- আপ বক্স আসতে পারে উইন্ডোজ থেকে । সেক্ষেত্রে "Yes" হবে। কারণ সে জানতে চাইবে আমি এই প্রোগ্রামকে কম্পিউটারে প্রবেশ করার অনুমতি দিচ্ছ কিনা।






ইন্সটল শেষ হয়ে গেলে "Complete" লেখা বক্স আসবে। "Finish" বাটনে ক্লিক করে ইন্সটলেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

'Windows' এর 'Star' থেকে  'Computer' এবং 'Computer' থেকে 'Local Disk(C)' তে গেলে দেখা যাবে পাইথনের ফোল্ডার তৈরি হয়ে গেছে।






পাইথনের জগতে স্বাগতম !!!